Skip to main content

wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই

আসসালামুআলাইকুম

ট্রিকবিডিতে আমি একজন নতুন টিউনার। এটা আমার প্রথম পোস্ট। প্রথম পোস্টে তো ভুল হতেই পারে তাই আশা করি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি।

আজকের টপিক দেখলে আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালে কি নিয়ে.। আজকের টিউটোরিয়াল ওয়াপকিজ এর footer-ads হাইড করা নিয়ে। এই পদ্ধতিতে দিয়ে আপনারা wapkiz এর footer-ads হাইড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই, আমি যে পদ্ধতিতে বলছি এ পদ্ধতিতে আপনাদের সাইটে কোনো সমস্যা হবে না। আপনাদের wapkiz সাইটে নিচে যে ডাউনলোড নাউ লেখাটা থাকে আমার দেয়া কোডটির মাধ্যমে শুধু সেই লেখাটির ওপর শেয়ার বাটন চলে আসবে। মানে আমি বলতে চাচ্ছি লেখাটির উপরে একটা বাটন চলে আসবে ফলে আগের এড টি দেখা যাবে না। আর যদি কেউ সেই শেয়ার বাটন এ ক্লিক করে তাহলে আপনার সাইটের লিংক করে তার ফেসবুক একাউন্টের মাধ্যমে শেয়ার হয়ে যাবে।😎😎


তো আগে একটা ডেমো দেখে নিই।
Demo 1

demo 2


ডেমো তো দেখলেন এবার আসি কোড টার কথায়। কোডটার ডাউনলোড লিংক নিচে।

Download Now
ডাউনলোড করা হয়ে গেলে এবার এটা আপলোড দিবেন কিভাবে সাইটে, এটা না জানলে কোড নিয়ে লাভ কি?!!
আপলোড দেওয়ার জন্য প্রথমে সাইটের এডমিন প্যানেলে যান,

তারপর Fooeter(edite) এ লিক করুন

তারপর html/tag code এ ক্লিক করুন।

তারপর আমার দেওয়া কোড টি পেস্ট করুন। আর visibility access টা After.. এ দিয়ে দিন। তারপর সেভ করুন।

ব্যাস কাজ শেষ। এখন আপনার সাইটে গিয়ে দেখুন, নিচের screenshot এর মতো দেখাচ্ছে। চিন্তা করবেন designed by Tahmied দেখাবে না। ওটা আমার সাইটের।

এখন যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাদের বলছি, প্রথমে এই পোস্ট থেকে ডাউনলোড নাউ লেখায় ক্লিক করুন তারপর নিচের screenshot এর মতো পেজ ওপেন হবে –

এখান থেকে search files এ যান।

তারপর ওখানে “Wapkiz footer ads hider “-এই লেখাটি কপি করে পেস্ট করুন। তারপর ইনশাল্লাহ বুঝতে পারবেন।

পোস্টটি এতো কস্ট করে পড়লেন তার জন্য অনেক ধন্যাবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়েন।

ধন্যবাদ

The post wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই appeared first on Trickbd.com.



source https://trickbd.com/wapka/686870

Comments

Post a Comment

Thanks

Popular posts from this blog

আমি খেলি এমন ৫টি বেস্ট অফলাইন অ্যান্ড্রয়েড গেমস।

হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো! আমি একদমই নতুন তাই তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। আর যারা ভাবছো ট্রিকবিডিতে শুধুমাত্র আমরা ছেলেরাই পোস্ট করতে পারি! তাহলে তোমার ধারণাটা একদমই ভুল। আমরা মেয়েরাও পারি বুঝলা। তবে হ্যাঁ তার জন্য সাপোর্ট এবং ভালোবাসা চাই তোমাদের। যাইহোক চলো আমরা কাজের কথায় চলে যাই আমি আজকে তোমাদের জন্য আমি খেলি এমন পাঁচটি বেস্ট গেম তোমাদের সঙ্গে শেয়ার করবো।‌‌ আর হ্যাঁ বন্ধুরা এই পোস্টটি গেম কিন্তু সম্পূর্ণ অফলাইন তাই তোমরা ইন্টারনেট কানেকশন ছাড়া ও খেলতে পারবে। ও আরেকটি কথা এই গেম গুলো কিন্তু আমি সব সময় যখন একা থাকি মন খারাপ থাকে সময় কাটে না তখন মূলত খেলে থাকি তোমরাও ট্রাই করতে পারো। (alto’s Odyssey) এটি মূলত একটি স্কেটিং গেম এবং গেমটি এত বেশি এডভ্যাঞ্চার যে তোমার ঘন্টার পর ঘন্টা কিভাবে সময় চলে যাবে তুমি বুঝতে পারবে না। এছাড়াও গেমের গ্রাফিক্সের পরিবর্তন এবং পতি পদে পদে বাধার কারণে গেমটি হয়ে উঠেছে আরো বেশি কৌতুহলী। গেমের লাইফ চান্স একবার স্কেটিং ভুল করে গেমটি শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর তুমি যদি হেডফোন কানে গেম খেলো তাহলে গেম এর সাউন্ড...

best 20 plagiarism-remover tool site links

plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-removerplagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism...

Trucaller ডাটাবেইজ থেকে আপনার নাম্বার মুছে ফেলুন। কেউ আর আপনার নাম্বারের তথ্য দেখতে পারবে না।

আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য নানাভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। যেমন এখন আমরা খুব সহজেই দূরে থাকা প্রিয় মানুষদের সাথে মোবাইল দিয়ে কথা বলতে পারি। অনেক সময় অপরিচিত নাম্বার থেকেও আমরা কল পেয়ে থাকি। এই অপরিচিত নাম্বার-থেকে অনেক অনেকেই অনেক হুমকি-ধমকিও পেয়ে থাকেন। তখন আমাদের মনে হয় যদি এই অপরিচিত নাম্বারটির মালিকের কোন তথ্য পেতাম তাহলে অনেক ভালো হতো। ব্যাটাকে উল্টো ভয় দেখানো যেতো। অপরিচিত কোন নাম্বার-এর তথ্য দেখাবে এমন কোন উপায় বা মাধ্যম আছে কি? হ্যা আছে তবে অতটা নির্ভরযোগ্য বা সবসময় কাজ করবে এমনটা নয়। Trucaller অ্যাপ কি? মোবাইলে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার তথ্য দেখার জন্যই ‘Truecaller’ অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই অ্যাপটির মাধ্যমে আরো অনেক কাজই করা যায় যেমন কোন নাম্বার ব্লক করে রাখা, কল রেকর্ড করা ইত্যাদি। এট...