Skip to main content

কিভাবে Free fire & Pubg mobile এর জন্য হ্যাক স্ক্রিপ্ট তৈরি করবেন।

আপনি যদি নিজেই Free fire & pubg mobile এর হ্যাক স্ক্রিপ্ট মানে Lua Script বানাতে চান তাহলে এই ব্লগ টি আপনার জন্যই।

So Let’s Begin!

যা যা প্রয়োজনঃ
1.Quick edit (Playstore)
2.LUA Library Tool
এগুলা ইনস্টল হয়ে গেলে Screenshot অনুযায়ী এই Application টি অপেন করুন।

এরপর এখনাে ক্লিক করুন

তারপর Create এ

এরপর আপনার পছন্দ মত একটি নাম দিয়ে নিবেন

এরপর এখানে Function Title’s এ আপনার ইচ্ছে মত জিনিস Add করবেন।
Example এর জন্য আমি এখানে
1. Antenna 2.Antenna V2 3.Night Mode 4.Auto Aim দিলাম।

এরপর শেষের বক্স টি Exit Button তো এখানে Exit,Close ইত্যাদি দিতে পারেন।

আপনি পাসওয়ার্ড Add করতে চাইলে এখানে ক্লিক দিবেন।

তারপর Enter password protect script এর উপর ক্লিক করে পাসওয়ার্ড দিবেন।

যেমন আমি পাসওয়ার্ড এ 22 সেট করলাম।এরপর
🚫 Password does not match! এটি চেঞ্জ করে দিতে পারবেন।

এরপর চাইলে End Print set করতে পারেন

এখান থেকে Toast Message Add করতে পারবেন

আপনি Add Expired date এ ক্লিক করে একটি Date select করতে পারবেন। আমার দরকার নেই তাই এটি Add করিনি।

সবশেষে Main Function title add করে Create এ ক্লিক করবেন।

এরপর সেভ বাটন এ ক্লিক করে সেভ করে নিবেন।

এরপর Gamegurdian টি অপেন করে নিবেন। আমার রুটেট ফোন তাই সরাসরি অপেন করছি আপনি যেকোনো রুটেট Virtual Box (Vmos,Vphonegaga,Etc.)এ অপেন করতে পারেন।

এরপর গেম গার্ডিয়ান এর আইকনে ক্লিক করে স্ক্রিপ্ট টি রান করবেন।

দেখুন আমাদের স্ক্রিপ্ট টি রান হয়েছে। আপনি পাসওয়ার্ড Add করে থাকলে Password দিয়ে Ok বাটনে ক্লিক করে দিবেন।

দেখেন সব Tool গুলো Show করতেছে 😁

তো আজকের জন্য এতটুকুই। নেক্সট পোস্ট এ Game value Add করা শেখাবো। (Game Value Add না করলে Function গুলো Work করবেনা)

The post কিভাবে Free fire & Pubg mobile এর জন্য হ্যাক স্ক্রিপ্ট তৈরি করবেন। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/hacking-tutorials/734390

Comments

Popular posts from this blog

best 20 plagiarism-remover tool site links

plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-removerplagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism

Trucaller ডাটাবেইজ থেকে আপনার নাম্বার মুছে ফেলুন। কেউ আর আপনার নাম্বারের তথ্য দেখতে পারবে না।

আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য নানাভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। যেমন এখন আমরা খুব সহজেই দূরে থাকা প্রিয় মানুষদের সাথে মোবাইল দিয়ে কথা বলতে পারি। অনেক সময় অপরিচিত নাম্বার থেকেও আমরা কল পেয়ে থাকি। এই অপরিচিত নাম্বার-থেকে অনেক অনেকেই অনেক হুমকি-ধমকিও পেয়ে থাকেন। তখন আমাদের মনে হয় যদি এই অপরিচিত নাম্বারটির মালিকের কোন তথ্য পেতাম তাহলে অনেক ভালো হতো। ব্যাটাকে উল্টো ভয় দেখানো যেতো। অপরিচিত কোন নাম্বার-এর তথ্য দেখাবে এমন কোন উপায় বা মাধ্যম আছে কি? হ্যা আছে তবে অতটা নির্ভরযোগ্য বা সবসময় কাজ করবে এমনটা নয়। Trucaller অ্যাপ কি? মোবাইলে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার তথ্য দেখার জন্যই ‘Truecaller’ অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই অ্যাপটির মাধ্যমে আরো অনেক কাজই করা যায় যেমন কোন নাম্বার ব্লক করে রাখা, কল রেকর্ড করা ইত্যাদি। এট

Bro Andriod 12 Is Here!🤖 Andriod 12 এর সাথে কি কি নতুন ফিচার যুক্ত হলে দেখে নিন একনজরে

হ্যালো ভাইরা আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা আপনার ঘড়িতে কি এখন ১২টা বাজে? যদি বেজে থাকে তাহলে আপনি লাকি।   যাই হোক আপনার ঘড়িতে ১২টা বাজুক বা না বাঝুক আজকে কিন্তু আমরা এন্ড্রয়েড ১২ নিয়ে গভেষণা করবো।চলুন শুরু করি। এন্ড্রয়েড ১২ অন্যান্য সব এন্ড্রয়েড ভারশন থেকে পুরো ভিন্ন এর চলাফেরার স্টাইল লুক সব কিছু মানে পারপফরমেন্স । তবে গেমিং পাগলদের জন্য একটা সুখবর দিচ্ছি এন্ড্রয়েড ১২ একটি গেমিং রম। এবার জানা যাক কি কি হাড্ডিগুড্ডি যুক্ত হয়েছে এন্ড্রয়েড ১২ এর সাথে।ইয়ে মানে কি কি ফিচারস যুক্ত হলো।   ফিচারস সমূহ: ১:- চেঞ্জ লক এন্ড টাইম এনিমেশন। আগের যত লক স্ক্রিন এর টাইম দেখাতো সব গুলোতে ছোট আকারে বা এক কর্ণারে থাকতো কিন্তু এন্ড্রয়েড ১২ এটি সবসময় বড় আকারে আর মাঝখানে থাকবে আপনি যদি Alway On Screen ব্যবহার করেন তাও থাকবে।   ২:- কুইক টাইলস/টোগল। আমার সবথেকে পছন্দের একটা জিনিস। আগের মতো আর গোল বা ছোট আকারে থাকবে না।মানে পুরোই কুল আর ফ্রেশ একটা লুক দেয়।   ৩:- এক্সট্রা ডিম মোড। এই ফিচারটি তাদের জন্য যারা রাত জাগে। আপনার মোবাইলের ব্রাইটনেস যদি একবারে কমিয়ে ফেলেন