Skip to main content

খুব তারাতারি Google Adsense এর Pin Letter পাওয়ার জন্য যা যা করনীয় বা যা করতে হবে।

এই পোষ্টটি তাদের জন্য যারা নতুন গুগল অ্যাডসেন্স এ একাউন্ট করেছেন কিন্তু এখনো
গুগল অ্যাডসেন্সএর পিন লেটার হাতে পান নি।

আপনারা হয়তো জানেন যে গুগল অ্যাডসেন্স এ কাজ করে টাকা তুলার আগে আমাদের সব থেকে বড় একটি ধাপ পার করতে হয়। আর এই ধাপটি হলো আমাদের গুগল অ্যাডসেন্স একাউন্ট টি ভেরিফাই করা। আর এই ভেরিফাই করার জন্যই প্রয়োজন হয় সেই পিন লেটারের।<br /

গুগল অ্যাডসেন্স এ কাজ করে টাকা তুলার আগে আমাদের সবার এই ধাপটি পার করতে হবেই। যদি আমরা আমাদের এড্রেস বা আমাদের একাউন্ট না ভেরিফাই করি তাহলে গুগল মামা কখোনই আমাদের টাকা দেবে না। যারা গুগল অ্যাডসেন্স এ নতুন তারা এই পিন লেটার কিভাবে পেতে হয় এ সম্বন্ধে অনেক কিছুই জানেন না।
আজকে আমি তাদেরকেই এ সম্পর্কে বিস্তারিত বলবো।।

গুগল অ্যাডসেন্স এর নিয়ম অনুষারে প্রত্যেক কে তার একাউন্ট টি ভেরিফাই করতে হয়। যখন গুগল অ্যাডসেন্স একাউন্ট এ ১০ ডলার এর বেশি আয় হয় তখন গুগল থেকে আমাদের ঠিকানায় একটি চিঠি পাঠায়। চিঠি তে থাকা কোড টি দিয়ে আমাদের একাউন্ট ভেরিফাই করতে হয়। অনেকের ক্ষেত্রে এই কাজটি অনেক চ্যালেঞ্জের।কিন্তু সঠিক নিয়ম জানলে চিঠি পাওয়া সময় এর ব্যাপার। চলুন তাহলে জেনে নিই কিভাবে আপনারা খুব সহজেই গুগল এর চিঠি হাতে পাবেন।

প্রথমেই গুগল এর চিঠি হাতে পেতে হলে আপনাদের সবার আগে যে কাজটি করতে হবে সেটি হলো একাউন্ট খুলার সময় যে এড্রেস ফর্মটি আমাদের পূরণ করতে হয় সেটি একেবারে নির্ভূল ভাবে পূরণ করতে হবে। বিশেষ করে পোষ্টাল কোড আর আপনার শহরের নাম ঠিকঠাক দিতে হবে।

আপনার ঠিকানার সাথে আপনার মোবাইল নম্বার টি দিয়ে দিবেন। আশা করি ১ মাসের মধ্যে চিঠি হাতে পাবেন। ১ মাস এর ভিতর চিঠি না পেলে আপনার উপজেলার পোস্ট অফিসে খোঁজ নিলে চিঠি পেয়ে যাবেন।

আর আপনারা অনেকেই ফেসবুকে যে প্রশ্ন গুলো করে থাকেন সেই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে নিন::-

১-প্রশ্নঃ গুগল থেকে চিঠি কখন পাঠাবে?

উত্তরঃ আপনার একাউন্টে যখন ১০ ডলার বা তার থেকে বেশি আয় হবে তখনই গুগল আপনার ঠিকানায় চিঠি পাঠাবে।

প্রশ্নঃ কত দিনের মধ্যে চিঠি আমার ঠিকানায় আসবে বা হাতে পাবো?

উত্তরঃ গ্রামে সাধারণত ৩০ দিনের মধ্যে চিঠি পাবেন। আপনি যদি ঢাকা শহরে থাকেন তাহলে ১৫ দিনেও পেতে পারেন।

প্রশ্নঃ চিঠি না আসলে কি করবো?

উত্তরঃ আপনি প্রথমে পোষ্ট অফিসে খোঁজ নিবেন ২১ দিনের মধ্যে চিঠি না পেলে আপনি আবার নতুন ঠিকানায় চিঠি পাঠানোর আবেদন করতে পারবেন।

প্রশ্নঃ যদি প্রথম বারে চিঠি পাঠানোর পর চিঠি না পাওয়ায় আবার আবেদন করি।। এবং প্রথম চিঠি পেয়ে যায় এমন অবস্থায় করনীয় কি?

উত্তরঃ আপনি ৩ বার চিঠি পাঠানোর জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বার আপনাকে এক পিন পাঠানো হবে। সুতরাং আপনি যে কোন একটা চিঠি পেলেই সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন।

প্রশ্নঃ ৩ বারে চিঠি না পেলে কি করবো??

উত্তরঃ ৩ বারে চিঠি না পেলে আপনার ভোটার আইডি/গাড়ির লাইসেন্স/পাসপোর্ট দিয়ে একাউন্ট ভেরিফায় করতে পারবেন।

আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করুন।

ট্যাগসমূহ— গুগল এডসেন্স পিন লেটার, গুগল এডসেন্স পিন লেটার কখন পাবো, rগুগল এডসেন্স পিন লেটার কিভাবে পাবো, গুগল এডসেন্স পিন লেটার পেতে হলে কি করতে হবে,
গুগল অ্যাডসেন্স পিন লেটার




The post খুব তারাতারি Google Adsense এর Pin Letter পাওয়ার জন্য যা যা করনীয় বা যা করতে হবে। appeared first on Trickbd.com.



source https://trickbd.com/blogger/739567

Comments

Popular posts from this blog

best 20 plagiarism-remover tool site links

plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-removerplagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism...

Trucaller ডাটাবেইজ থেকে আপনার নাম্বার মুছে ফেলুন। কেউ আর আপনার নাম্বারের তথ্য দেখতে পারবে না।

আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য নানাভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। যেমন এখন আমরা খুব সহজেই দূরে থাকা প্রিয় মানুষদের সাথে মোবাইল দিয়ে কথা বলতে পারি। অনেক সময় অপরিচিত নাম্বার থেকেও আমরা কল পেয়ে থাকি। এই অপরিচিত নাম্বার-থেকে অনেক অনেকেই অনেক হুমকি-ধমকিও পেয়ে থাকেন। তখন আমাদের মনে হয় যদি এই অপরিচিত নাম্বারটির মালিকের কোন তথ্য পেতাম তাহলে অনেক ভালো হতো। ব্যাটাকে উল্টো ভয় দেখানো যেতো। অপরিচিত কোন নাম্বার-এর তথ্য দেখাবে এমন কোন উপায় বা মাধ্যম আছে কি? হ্যা আছে তবে অতটা নির্ভরযোগ্য বা সবসময় কাজ করবে এমনটা নয়। Trucaller অ্যাপ কি? মোবাইলে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার তথ্য দেখার জন্যই ‘Truecaller’ অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই অ্যাপটির মাধ্যমে আরো অনেক কাজই করা যায় যেমন কোন নাম্বার ব্লক করে রাখা, কল রেকর্ড করা ইত্যাদি। এট...

আমি খেলি এমন ৫টি বেস্ট অফলাইন অ্যান্ড্রয়েড গেমস।

হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো! আমি একদমই নতুন তাই তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। আর যারা ভাবছো ট্রিকবিডিতে শুধুমাত্র আমরা ছেলেরাই পোস্ট করতে পারি! তাহলে তোমার ধারণাটা একদমই ভুল। আমরা মেয়েরাও পারি বুঝলা। তবে হ্যাঁ তার জন্য সাপোর্ট এবং ভালোবাসা চাই তোমাদের। যাইহোক চলো আমরা কাজের কথায় চলে যাই আমি আজকে তোমাদের জন্য আমি খেলি এমন পাঁচটি বেস্ট গেম তোমাদের সঙ্গে শেয়ার করবো।‌‌ আর হ্যাঁ বন্ধুরা এই পোস্টটি গেম কিন্তু সম্পূর্ণ অফলাইন তাই তোমরা ইন্টারনেট কানেকশন ছাড়া ও খেলতে পারবে। ও আরেকটি কথা এই গেম গুলো কিন্তু আমি সব সময় যখন একা থাকি মন খারাপ থাকে সময় কাটে না তখন মূলত খেলে থাকি তোমরাও ট্রাই করতে পারো। (alto’s Odyssey) এটি মূলত একটি স্কেটিং গেম এবং গেমটি এত বেশি এডভ্যাঞ্চার যে তোমার ঘন্টার পর ঘন্টা কিভাবে সময় চলে যাবে তুমি বুঝতে পারবে না। এছাড়াও গেমের গ্রাফিক্সের পরিবর্তন এবং পতি পদে পদে বাধার কারণে গেমটি হয়ে উঠেছে আরো বেশি কৌতুহলী। গেমের লাইফ চান্স একবার স্কেটিং ভুল করে গেমটি শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর তুমি যদি হেডফোন কানে গেম খেলো তাহলে গেম এর সাউন্ড...