Skip to main content

SHAREit এর বিকল্প,এখন ফাইল শেয়ার করুন কোনো এপ ইন্সটল ছাড়াই

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইল শেয়ারিং ফিচার🤯

ফাইল শেয়ারের প্রয়োজনে আমরা সকলেই শেয়ারিটের সঙ্গে পরিচিত।অনেক আগে থেকেই শেয়ারিট এন্ড্রয়েড ইউজারদের ফাইল শেয়ারিং সার্ভিস দিয়ে আসছে।কিন্তু বর্তমানে এদের কিছু নিম্ন মানের এডস এবং এডাল্ট নিউজের জন্য অনেকেই শেয়ারিট ব্যাবহারে স্বাচ্ছন্দবোধ করেন না।আমি নিজেও ১বছর আগেই শেয়ারিট ব্যাবহার ছেড়ে দিয়েছি।

আমরা অনেকেই জানি না আমাদের ফোনেই লুকিয়ে আছে একটি অসাধারন ফাইল শেয়ারিংয়ের অপশন।কোনো ঝামেলা বিহীন, খুবই সাধারণ ফাইল শেয়ারিং সিস্টেম Nearby Share.এটি ব্যাবহার করে আপনি আপনার ফাইল ম্যানেজার এবং গ্যালারি থেকে সব ধরনের ফাইল শেয়ার করতে পারবেন👇👇

এন্ড্রয়েডের এই ফিচারটি আছে সব এন্ড্রয়েডের নোটিফিকেশন প্যানেলে।যারা নোটিফিকেশন প্যানেলে এই অপশনটি দেখতে পান না তারা প্যানেলের এডিট অপশনে গেলেই এই অপশনটি দেখতে পাবেন👇👇

Nearby Share ব্যাবহার করে কিভাবে ফাইল শেয়ার করব.?

রিসিভার➤নটিফিকেশন প্যানেল থেকে নেয়ারবাই শেয়ার অন করবেন এবং যে পারমিশনগুলো চায় সেগুলো অন করবেন।👇👇

এই অপশনটি এভরি ওয়ান করে দিবেন।👇👇

সেন্ডার➤ ফাইল সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করলে নেয়ারবাই শেয়ার এর অপশনটি দেখতে পাবেন👇👇

নেয়ারবাই শেয়ার সিলেক্ট করলে নিচের মতো ইন্টারফেস আসবে,টার্ন অন করে লোকেশন এক্সেস দিলে এটি রিসিবারের প্রোফাইল সার্চ করবে👇👇


প্রোফাইল আসার পর সেটি সিলেক্ট করে দিলে  রিসিভারের ফোনে কনফার্মেশন  মেসেজ যাবে👇👇

কনফার্মেশন মেসেজটি এক্সেপ্ট করে দিলে ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে।

⊕ট্রান্সফার শুরু হয়ে গেলে আপনি অন্য কাজ করতে পারেন,ট্রান্সফারে কোনো প্রবলেম হবে না।এমনকি আপনার ফোন ওয়াই-ফাই কানেক্টেড থাকলে ব্রাউজিংও করতে পারবেন⊕
ধন্যবাদ সবাইকে,ভুল ত্রুটি ক্ষমা নিজ গুণে ক্ষমা করে দিবেন🙏
কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন🥳

The post SHAREit এর বিকল্প,এখন ফাইল শেয়ার করুন কোনো এপ ইন্সটল ছাড়াই appeared first on Trickbd.com.



source https://trickbd.com/android-tips/737946

Comments

Popular posts from this blog

best 20 plagiarism-remover tool site links

plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-removerplagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism

Trucaller ডাটাবেইজ থেকে আপনার নাম্বার মুছে ফেলুন। কেউ আর আপনার নাম্বারের তথ্য দেখতে পারবে না।

আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য নানাভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। যেমন এখন আমরা খুব সহজেই দূরে থাকা প্রিয় মানুষদের সাথে মোবাইল দিয়ে কথা বলতে পারি। অনেক সময় অপরিচিত নাম্বার থেকেও আমরা কল পেয়ে থাকি। এই অপরিচিত নাম্বার-থেকে অনেক অনেকেই অনেক হুমকি-ধমকিও পেয়ে থাকেন। তখন আমাদের মনে হয় যদি এই অপরিচিত নাম্বারটির মালিকের কোন তথ্য পেতাম তাহলে অনেক ভালো হতো। ব্যাটাকে উল্টো ভয় দেখানো যেতো। অপরিচিত কোন নাম্বার-এর তথ্য দেখাবে এমন কোন উপায় বা মাধ্যম আছে কি? হ্যা আছে তবে অতটা নির্ভরযোগ্য বা সবসময় কাজ করবে এমনটা নয়। Trucaller অ্যাপ কি? মোবাইলে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার তথ্য দেখার জন্যই ‘Truecaller’ অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই অ্যাপটির মাধ্যমে আরো অনেক কাজই করা যায় যেমন কোন নাম্বার ব্লক করে রাখা, কল রেকর্ড করা ইত্যাদি। এট

Bro Andriod 12 Is Here!🤖 Andriod 12 এর সাথে কি কি নতুন ফিচার যুক্ত হলে দেখে নিন একনজরে

হ্যালো ভাইরা আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন। আচ্ছা আপনার ঘড়িতে কি এখন ১২টা বাজে? যদি বেজে থাকে তাহলে আপনি লাকি।   যাই হোক আপনার ঘড়িতে ১২টা বাজুক বা না বাঝুক আজকে কিন্তু আমরা এন্ড্রয়েড ১২ নিয়ে গভেষণা করবো।চলুন শুরু করি। এন্ড্রয়েড ১২ অন্যান্য সব এন্ড্রয়েড ভারশন থেকে পুরো ভিন্ন এর চলাফেরার স্টাইল লুক সব কিছু মানে পারপফরমেন্স । তবে গেমিং পাগলদের জন্য একটা সুখবর দিচ্ছি এন্ড্রয়েড ১২ একটি গেমিং রম। এবার জানা যাক কি কি হাড্ডিগুড্ডি যুক্ত হয়েছে এন্ড্রয়েড ১২ এর সাথে।ইয়ে মানে কি কি ফিচারস যুক্ত হলো।   ফিচারস সমূহ: ১:- চেঞ্জ লক এন্ড টাইম এনিমেশন। আগের যত লক স্ক্রিন এর টাইম দেখাতো সব গুলোতে ছোট আকারে বা এক কর্ণারে থাকতো কিন্তু এন্ড্রয়েড ১২ এটি সবসময় বড় আকারে আর মাঝখানে থাকবে আপনি যদি Alway On Screen ব্যবহার করেন তাও থাকবে।   ২:- কুইক টাইলস/টোগল। আমার সবথেকে পছন্দের একটা জিনিস। আগের মতো আর গোল বা ছোট আকারে থাকবে না।মানে পুরোই কুল আর ফ্রেশ একটা লুক দেয়।   ৩:- এক্সট্রা ডিম মোড। এই ফিচারটি তাদের জন্য যারা রাত জাগে। আপনার মোবাইলের ব্রাইটনেস যদি একবারে কমিয়ে ফেলেন