Skip to main content

NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা’ [পর্ব – ০১]

বাংলা মাস্টারক্লাস সিনেমা’
পর্ব – ০১
যাদের বাংলাদেশী সিনেমা নিয়ে এলার্জি আছে তাদের জন্য কিছু বাংলা মাস্টারক্লাস কিংবা প্রথম সারির সিনেমার লিস্ট।
লিস্টটা একান্তই আমার ব্যক্তিগত,যারা নিজের দেশের সিনেমাকে জানতে আগ্রহী তারা দেখতে পারেন সিনেমাগুলো।
প্রতিটি পর্বেই দশটি করে,মোট পাঁচটি পর্বে পঞ্চাশটি দারুন ছবির খোঁজ দেয়ার প্রচেষ্টা থাকবে।বেশিরভাগ সিনেমাই ইউটিউবে আছে।

🎬— ‘ভাত দে’
আমজাদ হোসেন মানেই বিশেষ কিছু।কনটেন্ট বেসড সিনেমার গুরু মানি উনাকে।এই সিনেমার থীম সাজানো হয়েছে,‘জরি’ নামের এক দরিদ্র নারীর ট্রাজেডিক লাইফ কে ঘিরে।সিনেমাটা দেখার পর মনে হবে,ক্ষুধার রাজ্যে কালো মেঘগুলোকেও গোস্তের পিন্ডের মতো মনে হয়।
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছিল শাবানা,এছাড়াও ছিলেন আলমগীর,আনোয়ারা,রাজিব।
আই.এম.ডি.বি: ৮.২
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— ‘গোলাপী এখন ট্রেনে’
আমজাদ হোসেনের আরেক কালজয়ী সিনেমা।যা নির্মান করা হয়েছিল,‘ধ্রুপদী এখন ট্রেনে’ উপন্যাস অবলম্বনে।আমাদের সিনেমার সোনালী সময়ে শক্তিশালী আর্টিস্টদের নিয়ে কম্পিটিশন হতো।তেমনি শাবানা,ববিতার ইমেজ অনুযায়ীই বলা যায়,‘ভাত দে এবং গোলাপী এখন ট্রেনে’র জন্ম।
সিনেমায় ‘গোলাপী’ নামের এক নিচু শ্রেনীর নারীর জীবনকে তুলে ধরা হয়েছে।
মূল চরিত্রে অভিনয় করেছিল ববিতা,ছিলেন ফারুক,আনোয়ারা,তারানা হালিম,রওশন জামিল,এ.টি.এম শামসুজ্জামান।
আই.এম.ডি.বি : ৮.৫/১০
ব্যক্তিগত : ৮.৫/১০

🎬— ‘সারেং বউ’
শহীদুল্লাহ কায়সারের ‘সারেং বউ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা।একজন সারেংয়ের অপেক্ষায় থাকা তার স্ত্রী’র জীবনের ট্রাজেডিকেই তুলে আনা হয়েছে গল্পে।
অভিনয় করেছিলেন,ফারুক এবং কবরী এছাড়াও ছিলেন গোলাম মোস্তফা।
আই.এম.ডি.বি : ৮/১০
ব্যক্তিগত : ৮/১০

🎬— ‘আলোর মিছিল’
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে ঘিরে শক্ত প্লটের,বাংলাদেশে হাতেগোনা কয়েকটি সিনেমা রয়েছে।তার ভেতরে ‘আলোর মিছিল’ অন্যতম।সিনেমার সেই গানটি ‘এই পৃথিবীর তরে’ এখনও মানুষ সমান তালে পছন্দ করে।
দারুন অভিনয় করে অজস্র দর্শকের চোখে অশ্রু এনে দিয়েছিল ববিতা।এছাড়াও ছিলেন রাজ্জাক,আনোয়ার হোসেন,সুজাতা আজিম,ফারুক,রোজী সামাদ,খলিল।
আই.এম.ডি.বি : ৮.৬/১০
ব্যক্তিগত : ৯/১০

🎬— ‘জীবন থেকে নেয়া’
জহির রায়হানের কালজয়ী সৃষ্টি।ভাষা আন্দোলনকে ঘিরে আমাদের সিনেমাপাড়ায় কয়েকটি সিনেমা নির্মান হয়েছে মাত্র।সিনেমার গল্প একটি পরিবারের গল্পকে ঘিরে,রুপক ভাবে জহির রায়হান কথার স্বাধীনতাকে নির্দেশ করেছিল।সিনেমাটিতে অভিনয় করেছিল খান আতাউর রহমান,রাজ্জাক,রোজি সামাদ,সূচন্দা,শওকত আকবর এবং রওশন জামিল।
আই.এম.ডি.বি : ৯.৪/১০
ব্যক্তিগত : ৯/১০

🎬— ‘অভিযান’
আমার কাছে এই সিনেমাকে গরীবের টাইটানিক লাগে।সিনেমায় হয়ত রোজ নেই তবে রোজের থেকেও সুন্দরী রোজিনা আছে।একটা জাহাজে দূর্ঘটনাক্রমে এসে পরে একটি মেয়ে,এবং তাকে ঘিরেই জাহাজের প্রধান তিন কর্মচারী বন্ধুর প্রেমের বহিঃপ্রকাশ,টানা পড়েন কে ঠিকঠাক উপস্থাপন হয়েছে।এই সিনেমাতে দেখা মিলবে,রাজ্জাক,জসীম,ইলিয়াস কাঞ্চন কে একই সাথে।তাদের বিপরীতে আছেন দ্য স্ট্যানিং বিউটি রোজিনা।
আই.এম.ডি.বি : ৭.২/১০
ব্যক্তিগত : ৭/১০

🎬— ‘রংবাজ’
‘হোয় হোয় হোয় রঙ্গিলা রঙ্গিলা রে’ অথবা ‘ সে যে কেন এলোনা’ এই গান দুটির নতুন ভার্সন আমরা মিউজিক লাভাররা শুনেছি।গান দুটি মূলত রংবাজের সুপার ডুপার হিট গান।ঐ সময়ে তরুনদের প্যাশেনেট গানও বলা যায়।বেপারোয়া এক ব্যক্তির গল্প।এই সিনেমার মাধ্যমেই বাংলা সিনেমায় প্রথম এন্টি হিরো চরিত্রের ইন্ট্রোডাকশন হয়। অভিনয় করেছিলেন রাজ্জাক,কবরী,আনোয়ার হোসেন।
আই.এম.ডি.বি : ৮/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— ‘অবুজ মন’
‘শুধু গান গেয়ে পরিচয়’,বাংলা সিনেমার এই গানের সাথে পরিচয় হয়েছে সবারই।তবে সিনেমাটির সাথে পরিচয় হয়ত অনেকেরই নেই।অসাধারণ মিষ্টি প্রেম,টুইস্ট,বিরহ সবমিলিয়ে প্রেমের কমপ্লিট প্যাকেজ।এবং রাজ্জাক,শাবানার দারুন কেমিস্ট্রি আপনার মনে এই সিনেমা জায়গা করে নিবে।ঐ সময়ে বাংলা সিনেমায় ইন্টার কমিউনিটির উপর বেসড করে এরকম গল্প কতখানি সাহসের ব্যাপার ছিল,ভাবতেই অবাক লাগছে।
আই.এম.ডি.বি : ৮.১/১০
ব্যক্তিগত : ৯/১০

🎬— ‘দুই পয়সার আলতা’
নামটা শুনেই কেমন জানি একটা রোমান্টিক ব্যাপার আছে,কিন্তু ঐ যে দুই পয়সা শব্দটা একটা করুন সুর একে দিয়েছে পুরো গল্পে।এই গল্পে
টিও একটি মেয়েকে ঘিরে,যার বাবা মৃত্যুর সময় তার জন্য কিছুই রেখে যায়নি।আমজাদ হোসেন এই সিনেমাতেও সাকসেস।
অভিনয়ে ছিলেন শাবানা,রাজ্জাক,নতুন,আনোয়ারা।
আই.এম.ডি.বি : ৬/১০
ব্যক্তিগত : ৭.৫/১০

🎬— ‘মরনের পরে’
এই সিনেমা শৈশবে দেখেছিলাম,তখন কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম।গল্পে এত কষ্ট মানা পসিবল ছিলোনা।বড় হয়ে যখন দেখেছি,তখন শুধু ভেবেছি আহা!কি জোশ আর ইউনিক কনটেন্ট।দর্শকদের হৃদয়ে কষ্ট দিতে যথেস্ট এর গল্প,মেকিং,অভিনয়।গল্পের প্রথম থেকে শেষ অবধি একটা কথাই মনে হবে,মা-বাবা তো মা-বাবাই।তারা মৃত্যুর দুয়ারে দাড়িয়েও প্রার্থনা করে,আমার সন্তানরা ভাল থাকুক।অসাধারন হার্ট টাসিং অভিনয় করেছিল শাবানা,আলমগীর,আনোয়ারা।
আই.এম.ডি.বি : ৯.১/১০
ব্যক্তিগত : ৯.৫/১০

টু বি কন্টিনিউ. . . . .

The post NO Spoiler ‘বাংলা মাস্টারক্লাস সিনেমা’ [পর্ব – ০১] appeared first on Trickbd.com.



source https://trickbd.com/uncategorized/663982

Comments

Popular posts from this blog

best 20 plagiarism-remover tool site links

plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-removerplagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism-remover plagiarism...

Trucaller ডাটাবেইজ থেকে আপনার নাম্বার মুছে ফেলুন। কেউ আর আপনার নাম্বারের তথ্য দেখতে পারবে না।

আসসালামু আলাইকুম! আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য নানাভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। যেমন এখন আমরা খুব সহজেই দূরে থাকা প্রিয় মানুষদের সাথে মোবাইল দিয়ে কথা বলতে পারি। অনেক সময় অপরিচিত নাম্বার থেকেও আমরা কল পেয়ে থাকি। এই অপরিচিত নাম্বার-থেকে অনেক অনেকেই অনেক হুমকি-ধমকিও পেয়ে থাকেন। তখন আমাদের মনে হয় যদি এই অপরিচিত নাম্বারটির মালিকের কোন তথ্য পেতাম তাহলে অনেক ভালো হতো। ব্যাটাকে উল্টো ভয় দেখানো যেতো। অপরিচিত কোন নাম্বার-এর তথ্য দেখাবে এমন কোন উপায় বা মাধ্যম আছে কি? হ্যা আছে তবে অতটা নির্ভরযোগ্য বা সবসময় কাজ করবে এমনটা নয়। Trucaller অ্যাপ কি? মোবাইলে কোন অপরিচিত নাম্বার থেকে কল আসলে তার তথ্য দেখার জন্যই ‘Truecaller’ অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে এই অ্যাপটির মাধ্যমে আরো অনেক কাজই করা যায় যেমন কোন নাম্বার ব্লক করে রাখা, কল রেকর্ড করা ইত্যাদি। এট...

আমি খেলি এমন ৫টি বেস্ট অফলাইন অ্যান্ড্রয়েড গেমস।

হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো! আমি একদমই নতুন তাই তোমাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। আর যারা ভাবছো ট্রিকবিডিতে শুধুমাত্র আমরা ছেলেরাই পোস্ট করতে পারি! তাহলে তোমার ধারণাটা একদমই ভুল। আমরা মেয়েরাও পারি বুঝলা। তবে হ্যাঁ তার জন্য সাপোর্ট এবং ভালোবাসা চাই তোমাদের। যাইহোক চলো আমরা কাজের কথায় চলে যাই আমি আজকে তোমাদের জন্য আমি খেলি এমন পাঁচটি বেস্ট গেম তোমাদের সঙ্গে শেয়ার করবো।‌‌ আর হ্যাঁ বন্ধুরা এই পোস্টটি গেম কিন্তু সম্পূর্ণ অফলাইন তাই তোমরা ইন্টারনেট কানেকশন ছাড়া ও খেলতে পারবে। ও আরেকটি কথা এই গেম গুলো কিন্তু আমি সব সময় যখন একা থাকি মন খারাপ থাকে সময় কাটে না তখন মূলত খেলে থাকি তোমরাও ট্রাই করতে পারো। (alto’s Odyssey) এটি মূলত একটি স্কেটিং গেম এবং গেমটি এত বেশি এডভ্যাঞ্চার যে তোমার ঘন্টার পর ঘন্টা কিভাবে সময় চলে যাবে তুমি বুঝতে পারবে না। এছাড়াও গেমের গ্রাফিক্সের পরিবর্তন এবং পতি পদে পদে বাধার কারণে গেমটি হয়ে উঠেছে আরো বেশি কৌতুহলী। গেমের লাইফ চান্স একবার স্কেটিং ভুল করে গেমটি শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। আর তুমি যদি হেডফোন কানে গেম খেলো তাহলে গেম এর সাউন্ড...